Last Updated: November 5, 2012 18:04

বন্ধ ঘর থেকে যৌনকর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মধ্য কলকাতার বটতলা থানা এলাকায়। মৃতের নাম মায়া বিশ্বাস। আঠাশ নম্বর ইমাম বক্স লেনের ব্যানার্জি হাউসে থাকতেন মায়া বিশ্বাস। রাত দেড়টা নাগাদ তাঁকে শেষ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকেই মায়া বিশ্বাসের ঘরের দরজা বন্ধ ছিল। বেলা বাড়লেও দরজা না খোলায় বাড়ির মালিক বটতলা থানায় খবর পাঠান।
পুলিস এসে দরজা ভেঙ্গে উদ্ধার করে মায়া বিশ্বাসের দেহ। দেহ কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিস সূত্রে খবর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সুরু করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
First Published: Monday, November 5, 2012, 18:04