Last Updated: Monday, November 5, 2012, 18:04
বন্ধ ঘর থেকে যৌনকর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মধ্য কলকাতার বটতলা থানা এলাকায়। মৃতের নাম মায়া বিশ্বাস। আঠাশ নম্বর ইমাম বক্স লেনের ব্যানার্জি হাউসে থাকতেন মায়া বিশ্বাস। রাত দেড়টা নাগাদ তাঁকে শেষ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আজ সকাল থেকেই মায়া বিশ্বাসের ঘরের দরজা বন্ধ ছিল।