দাবাং থ্রিতে নেই সোনাক্ষি

দাবাং থ্রিতে নেই সোনাক্ষি

দাবাং থ্রিতে নেই সোনাক্ষিদাবাং সিরিজ শুধু ১০০ কোটি ব্যবসাই দেয়নি, দিয়েছে এই দশকের প্রথম সুপারহিট জুটিও। সলমন-সোনাক্ষি। সবাই যখন অপেক্ষায় ছিল দাবাং থ্রি-তে তাঁদের জমাটি রসায়ন দেখার, তখনই জানা গেল তাঁর প্রেয়সীকে ছাড়াই এবার আসছেন চুলবুল পাণ্ডে। দাবাং থ্রিতে থাকছেন না সোনাক্ষি।

দাবাংয়ের সিক্যুয়েল নয়, এই সিরিজের প্রিক্যুয়েল দাবাং থ্রি। অর্থাত্ পিছন দিকে হাঁটবে ছবির গল্প। কাজেই চুলবুল পাণ্ডের স্ত্রীকে দেখতে পাবেন না দর্শক। ব্যাচেলর চুলবুলের উত্থানের গল্প শোনাবে দাবাং থ্রি। সোনাক্ষি জানালেন, জানি না দাবাং থ্রিতে থাকব কিনা। আমার তো পরিচয়ই হয়ে গেছে দাবাং গার্ল।

২০১৫ সালে আসবে দাবাং থ্রি।

First Published: Sunday, June 30, 2013, 23:27


comments powered by Disqus