Last Updated: Sunday, June 30, 2013, 23:27
দাবাং সিরিজ শুধু ১০০ কোটি ব্যবসাই দেয়নি, দিয়েছে এই দশকের প্রথম সুপারহিট জুটিও। সলমন-সোনাক্ষি। সবাই যখন অপেক্ষায় ছিল দাবাং থ্রি-তে তাঁদের জমাটি রসায়ন দেখার, তখনই জানা গেল তাঁর প্রেয়সীকে ছাড়াই এবার আসছেন চুলবুল পাণ্ডে। দাবাং থ্রিতে থাকছেন না সোনাক্ষি।