Last Updated: March 3, 2014 23:36

ইউপিএ শরিক নেতাদের আজ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও ইউপিএর বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা নৈশভোজে যোগ দিয়েছেন।
সম্ভবত ছয়ই মার্চই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনার জন্যই সোনিয়া গান্ধী এই নৈশভোজের আয়োজন করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। নৈশভোজে কী আলোচনা হল তাই নিয়ে ঘোর জল্পনা রাজনৈতিক মহলে। আসর শেষেই বোঝা যাবে অনেক সমীকরণ।
First Published: Monday, March 3, 2014, 23:36