Last Updated: June 3, 2013 21:27

`আম আদমির` কথা বহুবার বলেছে কংগ্রেস। নির্বাচনি ইস্তেহার, ভোট প্রচারে ফলাও করে গ্রামের মানুষদের তুলে ধরেছে দলটি। কিন্তু এবার বোধহয় গ্রামের মানুষের কথা উপলব্ধি করতে পারছে কংগ্রেস। খোদ সভানেত্রী সোনিয়া গান্ধীর মুখে শোনা গেল গ্রামের প্রন্তিক মানুষদের উন্নয়নের কথা। মধ্য ও পূর্ব ভারতে গ্রামোন্নয়নে নজর দিতে চান সোনিয়া।
শেষবেলায় হুঁশ ফেরার অবস্থা কংগ্রেসের। একবছরে মাথায় সাধারণ ভোট। চলতি বছর বিজেপি শাসিত মধ্য প্রদেশ ও ছত্তিসগড় সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সোনিয়ার এহেন মন্তব্যের অন্য সমীকরণ টানতে শুরু করেছে রাজনৈতিক মহল।
জাতীয় গ্রামীন জীবিকা মিশনের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের বক্তব্যে তিনি উল্লেখ করেন, গ্রামের পিছিয়ে পড়া মানুষ ও মহিলাদের স্বার্থে উন্নয়ন করাই ইউপিএ সরকারের লক্ষ্য।
জাতীয় গ্রামীন জীবিকা মিশন কার্যকর করার কথা ছাড়াও, গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের জীবিকার ব্যবস্থা করার কথাও বলেছেন কংগ্রেস সভানেত্রী। উত্তরাখণ্ড ও হিমাচলের জন্য বিশেষ প্রকল্পের প্রতিশ্রুতিও ছিল সোনিয়ার কথায়।
First Published: Monday, June 3, 2013, 21:27