Last Updated: September 1, 2012 10:38

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের বৈঠক হয়। সরকারি সূত্রে রাষ্ট্রপতি ও কংগ্রেস সভানেত্রীর ওই বৈঠক সৌজন্য সাক্ষাত বলে জানানো গেছে।
বাদল অধিবেশনের প্রায় শুরু থেকেই অচল সংসদ। ক্যাগ রিপোর্ট পেশের পর থেকে খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। এর জেরে অধিবেশন শুরুর পর থেকে কোনও কাজই হতে পারেনি সংসদে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি ও কংগ্রেস সভানেত্রীর বৈঠক ঘিরে রাজধানীতে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে সংসদের চলতি অচলাবস্থা নিয়ে কথা হয়েছে ওই বৈঠকে। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে লোকসভার নেতা থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়কেই ইউপিএ-র ক্রাইসিস ম্যানেজার বলা হল। সেসময় বহুক্ষেত্রেই তিনি একাই বিরোধীদের আক্রমণ সামাল দিয়েছেন।
First Published: Saturday, September 1, 2012, 10:38