Miatali Bandhopadhya - Latest News on Miatali Bandhopadhya| Breaking News in Bengali on 24ghanta.com
সৌজন্য সাক্ষাতে প্রণব-সোনিয়া

সৌজন্য সাক্ষাতে প্রণব-সোনিয়া

Last Updated: Saturday, September 1, 2012, 10:38

ডেঙ্গি দমনে হাসপাতাল সাফাইয়ের অজুহাতে দিনের আলোয় পাচার হয়ে যাচ্ছে হাসপাতাল সংস্কারের জন্য রাখা নির্মাণ সামগ্রী। এই ঘটনা কোনও জেলা হাসপাতালে নয়, খোদ কলকাতার বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। পাচারের সেই ছবি ধরা পড়েছে চব্বিশ ঘণ্টার ক্যামেরায়। ট্রাকে করে পাচার করা হচ্ছে হাসপাতাল চত্ত্বরে রাখা স্টোন চিপস ও বালি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় নিযুক্ত ঠিকাদারই নির্মাণ সামগ্রী পাচার করছেন বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।