সোনিয়া প্রণব বৈঠক শেষ

সোনিয়া প্রণব বৈঠক শেষ

সোনিয়া প্রণব বৈঠক শেষদশ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের বৈঠক শেষ হল। টু জি স্পেকট্রাম কাণ্ডে সরকারের রণকৌশল ঠিক করতে আজ বেলার দিকে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রণব বাবু। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি এবং সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। আজ বিকেলেই সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে বসতে পারেন পি চিদম্বরম। বিকেল পাঁচটা নাগাদ এই বৈঠকওয়ার কথা। টু জি স্পেকট্রাম বিলি নিয়ে অর্থমন্ত্রকের নোটের জেরে দিনকয়েক ধরেই তীব্র অস্বস্তিতে কেন্দ্র। পি চিদম্বরমের ইস্তফার দাবিতে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতে দিনকয়েক ধরেই দফায় দফায় বৈঠকচলছে কংগ্রেস কোর কমিটির।

First Published: Thursday, September 29, 2011, 17:04


comments powered by Disqus