Last Updated: Thursday, September 29, 2011, 15:27
দশ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের বৈঠক শেষ হল। টু জি স্পেকট্রাম কাণ্ডে সরকারের রণকৌশল ঠিক করতে আজ বেলার দিকে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রণব বাবু। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি এবং সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। আজ বিকেলেই সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে বসতে পারেন পি চিদম্বরম।