বিশ্বের স্লিমেস্ট স্মার্ট ফোন বাজারে আনল সোনি

বিশ্বের স্লিমেস্ট স্মার্ট ফোন বাজারে আনল সোনি

 বিশ্বের স্লিমেস্ট স্মার্ট ফোন বাজারে আনল সোনিবিশ্বের স্লিমেস্ট স্মার্ট ফোন বাজারে নিয়ে এল সোনি। মাত্র ৬.৫মিমি প্রস্থের এই স্মার্ট ফোনে বিশ্বের বৃহত্তম এইচডি ডিসপ্লের দেখা মিলবে। এক্সপেরিয়া জেদ আল্ট্রা নামের এই `সাইজ জিরো` ফোনে নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি পাওয়া যাবে...

প্রসেসর- ২.২ জিএইচজেড কোয়াড-কোর কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর।

ডিসপ্লে- ৬.৪৪ ইঞ্চি, ১০৮০x ১৯২০ পিক্সেলস, ৩৪২ পিপিআই পিক্সেল ডেনসিটি

ক্যামেরা- ৮ মেগাপিক্সেল, ৩২৬৪x ২৪৪৮ পিক্সেলস, ভিডিও রেকর্ডিং ১০৮০@৩০ এফপিএস

মেমরি- ২জিবি র‍্যাম

স্টোরেজ- ১৬ জিবি (এক্সপ্যান্ডেবল ৬৪ জিবি অবধি)


First Published: Tuesday, June 25, 2013, 19:39


comments powered by Disqus