Last Updated: Tuesday, June 25, 2013, 19:39
বিশ্বের স্লিমেস্ট স্মার্ট ফোন বাজারে নিয়ে এল সোনি। মাত্র ৬.৫মিমি প্রস্থের এই স্মার্ট ফোনে বিশ্বের বৃহত্তম এইচডি ডিসপ্লের দেখা মিলবে। এক্সপেরিয়া জেদ আল্ট্রা নামের এই `সাইজ জিরো` ফোনে নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি পাওয়া যাবে...