Last Updated: July 1, 2013 18:33

জিয়া খান আত্মহত্যার ঘটনায় জামিন পেলেন সুরজ পাঞ্চোলি। গত বৃহস্পতিবার তাঁর আইনি হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১১ জুলাই পর্যন্ত করা হয়েছিল। সোমবার বম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।
গত ১০ জুন গ্রেফতার করে জুহু পুলিস। ২১ জুন সেসনস কোর্টে জামিনের আবেদন জানায় সুরজের পরিবার। ম্যাজিস্ট্রেট কোর্ট আর সেশনস কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বুধবার বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানান সুরজ। তাঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত ৩ জুন মধ্যরাতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন জিয়া।
First Published: Monday, July 1, 2013, 18:33