২৭ জুন পর্যন্ত আইনি হেফাজত সুরজের

২৭ জুন পর্যন্ত আইনি হেফাজত সুরজের

২৭ জুন পর্যন্ত আইনি হেফাজত সুরজের আগামী ২৭ জুন পর্যন্ত আইনি হেফাজতের নির্দেশ জিয়া খান আত্মহত্যায় অভিযুক্ত সরজ পাঞ্চোলির। সোমবার সুরজকে গ্রেফতার করার পর ১৩ জুন পর্যন্ত তাঁকে পুলিসি হেফাজতে রাখা হয়। আজ তাঁকে আদালতে পেশ করা হলে ২৭ জুন পর্যন্ত আইনি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

জিয়ার পাঠানো প্রায় সব এসএমএস, এমএমএস নিজের ফোন থেকে ডিলিট করে দিয়েছেন সুরজ। ফলে, তাঁকে জিজ্ঞাসাবাদের বেশি সময় নিয়েছে আদালত। আপাতত তাঁকে রাখা হয়েছে আর্থার রোড সেন্ট্রাল জেলে।


First Published: Thursday, June 13, 2013, 17:07


comments powered by Disqus