জিয়া আত্মহত্যায় সুরজকে গ্রেফতার করল পুলিস

জিয়া আত্মহত্যায় সুরজকে গ্রেফতার করল পুলিস

জিয়া আত্মহত্যায় সুরজকে গ্রেফতার করল পুলিস জিয়া খান আত্মহত্যায় সুরজ পাঞ্চোলিকে গ্রেফতার করল জুহু পুলিস। গত ৪ জুন জিয়ার আত্মহত্যার পর থেকেই সুরজের ওপর নজর রাখছিল পুলিস। সোমবার জিয়ার সুইসাইড নোট প্রকাশ্যে আসার পরই সুরজকে গ্রেফতার করে পুলিস।

আত্মহত্যা করার আগে শেষ সুরজের সঙ্গেই ফোনে কথা বলেছিলেন জিয়া। তাঁর মা রাবিয়া খান মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন সুরজকেই।




First Published: Monday, June 10, 2013, 22:45


comments powered by Disqus