Last Updated: June 27, 2013 17:12

আরও কিছুদিন জেলে থাকতে হবে সুরজ পাঞ্চোলিকে। বৃহস্পতিবার তাঁর আইনি হেফাজত শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১১ জুলাই পর্যন্ত করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট কোর্ট আর সেশনস কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বুধবার বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানান সুরজ। বম্বে আদালত সুরজকে ১১ জুলাই পর্যন্ত আইনি হেফাজতে থাকার নির্দেশ দেয়। আপাতত আর্থার রোড সেন্ট্রাল জেলেই থাকবেন সুরজ।
জিয়া খান আত্মহত্যায় অভিযুক্ত সুরজকে গত ১০ জুন গ্রেফতার করে জুহু পুলিস। তাঁর বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জুন মধ্যরাতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন জিয়া।
First Published: Thursday, June 27, 2013, 17:12