Last Updated: July 25, 2013 12:23

স্পেনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্ততপক্ষে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৪০ জনেরও বেশি মানুষ। ট্রেনটি মাদিদ্র থেকে ফেরোলে যাচ্ছিল। স্পেনের উত্তর-পশ্চিমাংশে সান্তিয়াগো দি কমপোসতেলার কাছে দ্রুত গতির ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
গতকাল ভারতীয় সময় মধ্যরাতে লাইনচ্যুত হয়ে যায় একটি যাত্রীবাহী ট্রেন। আগুন লাগে পিছনের ইঞ্জিনটিতে। মাদ্রিত থেকে স্যান্টিয়াগো যাওয়া ওই ট্রেনে চালক ও রেলকর্মী সহ মোট ২২২জন যাত্রী ছিলেন বলে রেল আধিকারিকরা জানিয়েছেন।
দুর্ঘটনার সময় বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও, রেল ইঞ্জিনিয়ারদের সন্দেহ অতিরিক্ত গতির কারণেই ট্রেনটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। দুর্ঘটনার সময় প্রায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে চলছিল ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের ব্ল্যাকবক্স সংগ্রহ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।
First Published: Thursday, July 25, 2013, 12:23