Last Updated: Thursday, June 5, 2014, 21:59
ফিফা ক্রমতালিকায় সাত ধাপ নেমে গেল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার যে ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে একশো চুয়ান্ন নম্বরে রয়েছেন সুনীল ছেত্রীরা। আগের ফিফা র্যাঙ্কিংয়ে একশো সাতচল্লিশ নম্বরে ছিল ভারতীয় দল। মার্চ মাসে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলরা পর আর কোনও ম্যাচ খেলেননি সুনীল-রা। তাই ফিফা র্যাঙ্কিংয়ে এতটা অবনতি বলে মনে করা হচ্ছে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতির অঙ্গ হিসাবে বেঙ্গালুরুতে পাকিস্তানের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সতেরো আর কুড়ি আগস্ট এই ম্যাচদুটি হবে।