Last Updated: November 17, 2011 13:04

শীতকালীন অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক করলন লোকসভার স্পিকার মীরা কুমার। বিভিন্ন ইস্যুতে এবার উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। লোকপাল বিল, জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বারো মাসে এগারোবার পেট্রোলের দাম বাড়াসহ একাধিক ইস্যুতে বিরোধীরা সরব হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সরকারের তরফেও তিনটি বিল পাশের চেষ্টা হতে পারে। সবমিলিয়ে সভার কাজ যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে লক্ষ্য রেখেই বৃহষ্পতিবার বারোটার সময় স্পিকার সর্বদল বৈঠক ডেকেছিলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, স্পেকট্রাম কাণ্ডের জেরে ২০১০ সালের লোকসভার শীতকালীন অধিবেশন কার্যত ভণ্ডুল হয়ে গিয়েছিল।
First Published: Thursday, November 17, 2011, 13:04