Parliament All Party - Latest News on Parliament All Party| Breaking News in Bengali on 24ghanta.com
সংসদ সচল রাখতে সর্বদল বৈঠক

সংসদ সচল রাখতে সর্বদল বৈঠক

Last Updated: Thursday, November 17, 2011, 13:04

শীতকালীন অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক করলন লোকসভার স্পিকার মীরা কুমার। বিভিন্ন ইস্যুতে এবার উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। স্পেকট্রাম কাণ্ডের জেরে ২০১০ সালের লোকসভার শীতকালীন অধিবেশন কার্যত ভণ্ডুল হয়ে গিয়েছিল। সভার কাজ যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে লক্ষ্য রেখেই বৃহষ্পতিবার স্পিকারের নির্দেশে এই বৈঠক বলে মনে করা হচ্ছে।