অ্যাসিড কাণ্ডে বিশেষ কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর, Special committee in acid case

অ্যাসিড কাণ্ডে বিশেষ কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর

অ্যাসিড কাণ্ডে বিশেষ কমিটি গঠন করল স্বাস্থ্য দফতরলালবাগ মহকুমা হাসপাতালে প্রসুতির দেহ অ্যাসিড দিয়ে পরিস্কার করার ঘটনায় উচ্চ পর্যায়ের দুই সদস্যের কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। কমিটির সদস্যরা আগামিকাল লালবাগ মহকুমা হাসপাতালে যাচ্ছেন। এদিকে লালবাগ হাসপাতালে লেবার রুমের নার্স শ্যামলী কর্মকারকে সাসপেন্ডের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন নার্সরা। গতকাল রাতে প্রায় তিন ঘণ্টা হাসপাতালের নার্সরা সুপারকে ঘেরাও করে রাখেন । জেলা স্বাস্থ্য কর্তাদের কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা।   

First Published: Friday, November 4, 2011, 21:15


comments powered by Disqus