প্রতিবন্ধি যাত্রীকে নামিয়ে বিতর্কে স্পাইস জেট

প্রতিবন্ধি যাত্রীকে নামিয়ে বিতর্কে স্পাইস জেট

প্রতিবন্ধি যাত্রীকে নামিয়ে বিতর্কে স্পাইস জেটসেরিব্রাল পলসিতে আক্রান্ত এক যাত্রীকে জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা ঘোষ নামে ওই তরুণীকে স্পাইস জেটের বিমান ছাড়ার পনেরো মিনিট আগে চালকের আপত্তিতে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় স্পাইস জেট কর্তৃপক্ষ। সেইসঙ্গে পাইলেটর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, দোষ প্রমাণ  হলে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকাল সাড়ে আটটার বিমানে একটি কনফারেন্সে যোগ দিতে গুয়াহাটি যাওয়ার কথা ছিল সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা ঘোষের। স্পাইস জেট সংস্থার বিমানে গুয়াহাটি যাবার কথা ছিল তাঁর। অভিযোগ বিমান ছাড়ার পনেরো মিনিট আগে পাইলট উত্প্রভ তিওয়ারির আপত্তিতে জোর করে নামিয়ে দেওয়া হয় ওই তরুণীকে। ঘটনার পর স্পাইস জেট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সেরিব্রাল পলসির শিক্ষিকা জিজা। এরপরই সংস্থার দিল্লির দফতর থেকে ফোনে জিজা ঘোষের কাছে ক্ষমা চাওয়া হয়।
 
শুধুমাত্র দেশের মাটিতেই নয় বিদেশেও প্রায়ই সেরিব্রাল পলসি নিয়ে  নানান কর্মসূচিতে অংশ নেন জিজা। সোমবার সকালের বিমানে তাঁর গুয়াহাটি যাবার ব্যবস্থা করেছে স্পাইস জেট কর্তৃপক্ষ। যদিও কেন বিমানচালকের আপত্তিতে ওই যাত্রীকে জোর নামিয়ে দেওয়া হল তার কোনও সদুত্তর দিতে পারেনি স্পাইস জেট। 
 







First Published: Sunday, February 19, 2012, 22:47


comments powered by Disqus