Last Updated: Thursday, June 13, 2013, 22:00
এ যেন ঠিক সিনেমার দৃশ্য। ঘটনার নায়কের প্লেন থেকে নেমে দমদম বিমানবন্দরে সিকিউরিটি জোনে লাইনে দাঁডানোর পরই নাটকের শুরু। নিরাপত্তাকর্মীদের সামনে আসতেই তাদের এড়িয়ে গ্রিন জোন দিয়ে পালানোর চেষ্টা করলেন সেই যাত্রী মানে ঘটনার নায়ক। ব্যস! তারপরই শুরু। ধর ধর পরে ধরা পড়লেন সেই যাত্রী। কিন্তু কী আশ্চর্য তাঁকে চেকিংয়ের পরও কিছু পাওয়া গেল না। কিন্তু কোথাও একটা সন্দেহ হচ্ছিল। তাই তাঁকে এক্স রে করতে পাঠানো হল।