sports criceket

বাংলার কাছে হার তামিলনাডুর

মুরলী বিজয়, বদ্রিনাথ, অশ্বিন, বালাজিদের তামিলনাড়ুকে গুঁড়িয়ে দিলেন মহম্মদ শামি, অশোক দিন্দারা। মাত্র ১৬৭ রান তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানে ঠাসা রমনের তামিলনাড়ু মুখ থুবড়ে পড়ল মাত্র ৯০ রানে। ৭৭ রানে জিতে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌছে গেল বাংলা। সামি ৪টি, দিন্দা ৩টি উইকেট নেন। অপরাজিত ২১ রানও করেন দিন্দা। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।

স্কোরবোর্ডে খুব অল্পরান তুলেও ঘরের মাঠে জয় পেয়েছেন ঘরের ছেলেরা।তামিলনাড়ুকে সাতাত্তর রানে হারিয়ে উচ্ছ্বসিত বাংলা শিবির। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সামি-দিন্দার আক্রমণের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছেন বদ্রীনাথরা। তামিলনাড়ু বধে একে অপরকে কৃতিত্ব দিয়েছেন দুই পেসার।তামিলনাড়ুর মতো বড় দলের বিরুদ্ধে জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লাও। রঞ্জি ট্রফির পর বিজয় হাজারেতেও তামিলনাড়ুকে হারিয়ে তৃপ্ত বাংলা কোচ অশোক মালহোত্রা।

First Published: Wednesday, March 12, 2014, 22:09


comments powered by Disqus