sports criceket - Latest News on sports criceket| Breaking News in Bengali on 24ghanta.com
বাংলার কাছে হার তামিলনাডুর

বাংলার কাছে হার তামিলনাডুর

Last Updated: Wednesday, March 12, 2014, 22:09

মুরলী বিজয়, বদ্রিনাথ, অশ্বিন, বালাজিদের তামিলনাড়ুকে গুঁড়িয়ে দিলেন মহম্মদ শামি, অশোক দিন্দারা। মাত্র ১৬৭ রান তাড়া করতে গিয়ে ব্যাটসম্যানে ঠাসা রমনের তামিলনাড়ু মুখ থুবড়ে পড়ল মাত্র ৯০ রানে। ৭৭ রানে জিতে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌছে গেল বাংলা। সামি ৪টি, দিন্দা ৩টি উইকেট নেন। অপরাজিত ২১ রানও করেন দিন্দা। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।