ধর্মঘটে অচল বন্দর, রাতভর জনতা-পুলিস সংঘর্ষ অকল্যান্ডে, Spreading occupy wall street

ধর্মঘটে অচল বন্দর, রাতভর জনতা-পুলিস সংঘর্ষ অকল্যান্ডে

ধর্মঘটে অচল বন্দর, রাতভর জনতা-পুলিস সংঘর্ষ অকল্যান্ডেঅকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের আঁচে উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অকল্যান্ড। আর্থিক বৈষম্য এবং পুলিসের অত্যাচারের প্রতিবাদে বুধবার ধর্মঘট ডেকেছিলেন আন্দোলনকারীরা। কয়েকশো আন্দোলনকারী অকল্যান্ডের বাণিজ্যিক অঞ্চল অচল করে দেওয়ার উদ্দেশ্যে মিছিল করেন। একটি ব্যাঙ্কে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলেও অভিযোগ। কিন্তু বিকেলে হাজার হাজার আন্দোলনকারী অকল্যান্ডের বন্দর ঘেরাও করেন। কিছুক্ষণের মধ্যে বন্দরের সব কাজ বন্ধ হয়ে যায়। রাতভর অকল্যান্ডের রাস্তায় পুলিস-জনতা সংঘর্ষ চলে। উত্তেজিত আন্দোলনকারীদের মোকাবিলায় কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোঁড়ে পুলিস। শহরের পথে আগুন জালিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাতভর সংঘর্ষের জেরে কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিস।

First Published: Thursday, November 3, 2011, 23:43


comments powered by Disqus