Last Updated: Thursday, October 27, 2011, 22:42
আসছে শীত। আগামী আটচল্লিশ ঘণ্টায় সর্বনিম্ন তামপাত্রা আরও দু-ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও শহরে শীত আসার নির্ধারিত সময় নভেম্বরের শেষ সপ্তাহ। তবে তার আগেই হীমেল হাওয়া বইতে শুরু করেছে তরাই ও ডুয়ার্সে।