Last Updated: June 11, 2013 21:59

জামিন গতকালই পেয়ে গিয়েছিলেন। আজ তিহার জেল থেকে ছাড়া পেলেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত বিশ্বকাপজয়ী ক্রিকেটার এস শ্রীসন্থ। জেল থেকে ছাড়া পেয়েই শ্রীসন্থ বললেন, আমি বরাবর সততার সঙ্গেই ক্রিকেট খেলেছি। তাহলে আপনাকে পুলিস গ্রেফতার করল কেন? এর জবাব অবশ্য শ্রী দিতে পারেননি। শ্রীসন্থের সঙ্গে ছাড়া পেলেন অঙ্কিত চৌহান, অশোক চান্ডিলাও।
প্রসঙ্গত, গতকাল সন্ধেয় সেই শ্রীসন্থরাই জামিনে পেলেন সাময়িক মুক্তির স্বাদ৷ সোমবার দিল্লি আদালত শ্রীসন্থ , অঙ্কিত চহ্বান , বুকি জিজু জনার্দন -সহ মোট ১৭ জনের জামিন মঞ্জুর করে৷
ওই ১৭ জনের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (এমসিওসিএ ) আইনে মামলা দায়ের করা হয়৷ কিন্ত্ত দিল্লি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিনয় কুমার খান্নার ব্যাখ্যা , ‘অভিযুক্তরা এমসিওসিএ -র আওতায় অপরাধী নয়৷ ’শ্রীসন্থদের বিরুদ্ধে এই বিশেষ আইনের অর্ন্তভুক্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি যা থেকে তারা কোনও সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে জড়িত বলা যায়৷ ফলে ৫০ হাজার টাকার বন্ডে অভিযুক্তরা জামিন পেয়েছেন৷ চান্ডিলা অবশ্য জামিন পাননি৷ কারণ , তিনি জামিনের আবেদনই করেননি৷ তাই তাঁকে ১৮ জুন পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে৷
First Published: Tuesday, June 11, 2013, 21:59