Last Updated: March 11, 2013 19:17

বলিউডে পাক্কা ৩০ বছর পর সিক্যোয়েল তৈরি হচ্ছে কোনও ছবির। আর সেই ছবিতে নায়িকা অপরিবর্তিত! বলিউড যেখানে ৩০ পেরোলেই নায়িকাদের মেনে নিতে নাক সিঁটকোয়, সেখানে ৫০ বছরের নায়িকাকে নিয়ে সিক্যোয়েল সত্যিই অবিশ্বাস্য। মিস্টার ইন্ডিয়ার সিক্যোয়েলে রয়েছেন স্বয়ং শ্রীদেবী।
শ্রীদেবীর বিপরীতে থাকছেন মিস্টার ইন্ডিয়া অনিল কপুর। শ্রীদেবী এ দিন বলেন, "হ্যাঁ, আমি মিস্টার ইন্ডিয়া টু তে রয়েছি। তবে এখনই এই বিষয়ে বেশি কিছু বলা যাবে না। এখন ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। এখন আমি নো এন্ট্রির সিক্যোয়েল নিয়ে ব্যস্ত। এরপরই মিস্টার ইন্ডিয়ার কাজ শুরু করব। ইংলিশ ভিংলিশ-এর পর প্রচুর ছবির প্রস্তাব আসছে আমার কাছে।"

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে শ্রীদেবীর পাশে দেখা গেছে তাঁর ১৬ বছরের মেয়ে জাহ্নবীকে। তবে তাঁর অভিনয়ে আসার ব্যাপারে এখনই সম্মতি নেই শ্রীদেবীর। জানালেন, "জাহ্নবী এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি চাই না ও অন্য কোনও দিকে মন দিক। পড়াশোনা শেষ হলে ও নিজেই নিজের কেরিয়ার বেছে নেবে।"
First Published: Monday, March 11, 2013, 19:17