Last Updated: Monday, March 11, 2013, 19:17
বলিউডে পাক্কা ৩০ বছর পর সিক্যোয়েল তৈরি হচ্ছে কোনও ছবির। আর সেই ছবিতে নায়িকা অপরিবর্তিত! বলিউড যেখানে ৩০ পেরোলেই নায়িকাদের মেনে নিতে নাক সিঁটকোয়, সেখানে ৫০ বছরের নায়িকাকে নিয়ে সিক্যোয়েল সত্যিই অবিশ্বাস্য। মিস্টার ইন্ডিয়ার সিক্যোয়েলে রয়েছেন স্বয়ং শ্রীদেবী।