শ্রীদেবীর বাড়িতে আগুন, পুড়ে ছারখার মিস `হাওয়া হাওয়াই`-য়ের বেডরুম

শ্রীদেবীর বাড়িতে আগুন, পুড়ে ছারখার মিস `হাওয়া হাওয়াই`-য়ের বেডরুম

শ্রীদেবীর বাড়িতে আগুন, পুড়ে ছারখার মিস `হাওয়া হাওয়াই`-য়ের বেডরুমমুম্বইয়ের আন্ধেরী ওয়েস্টে শ্রীদেবী-বনি কাপুরের বাডি়তে আগুন লাগল। আগুন নেভাতে ছুটে আসতে হল দমকলকে। এক ইংরেজি ট্যাবলয়েডের খবর অনুয়ায়ী, শ্রীদেবী যখন মেয়ে ও শাশুড়ীকে নিয়ে বসে গল্প করছিলেন, তখনই বেডরুমে হঠাত্‍ ধোঁয়া বের হতে দেখে ছুটে যান। শ্রীদেবী দ্রুত ঘরে থেকে তাঁর শাশুড়ী ও মেয়েকে বের করে আনেন। এরপর আগুন দেখে আতঙ্কিত হয়ে শ্রীদেবী ফোন করেন দমকলকে।

দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছারখার হয়ে গিয়েছে বলিউডের মিস `হাওয়া হাওয়াই`-য়ের বেডরুম। শট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে জানা গিয়েছে।

পরে শ্রীদেবী তাঁর শাশুড়িকে পাঠিয়ে দেন সঞ্জয় কাপুরের বাড়িতে। আগুন লাগার পর ঘর থেকে উদ্ধার করা হয় শ্রীদেবীর প্রিয় পোষা কুকুরকে।

সারারাত হোটেলেই কাটাতে হয় বনি কাপুর-শ্রীদেবীকে।

First Published: Sunday, December 22, 2013, 15:19


comments powered by Disqus