Last Updated: Tuesday, August 13, 2013, 12:03
৫০ তম জন্মদিনে বলিউডের ` মিস হাওয়া হাওয়াই` গার্ল বেশ খোশ মেজাজেই কাটাচ্ছেন। বলিউড তারকারা টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শ্রীদেবীকে। শ্রীদেবীর ৫০ তম জন্মদিনে আম জনতার যে কথা শোনা গেল তা হল, কিছুতেই কেউ বিশ্বাস করতে পারছেন না সেদিনের `নাগিনা`, মিস্টার ইন্ডিয়ার `হাওয়া হাওয়াই` আজ ৫০ এ পা দিলেন---