Last Updated: May 4, 2013 19:18

মাঝপথেই আইপিএল ছেড়ে দেশে ফিরে যেতে হতে পারে দিলশান, সাঙ্গাকারাদের। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু এব্যাপারে অন্যগন্ধ পাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে তামিল ইস্যুতে বেশ কয়েকটি ম্যাচে খেলানো হয়নি শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সেই পরিপ্রেক্ষিতেই দিলশানদের দেশে ফিরিয়ে আনতে পারে শ্রীলঙ্কা বোর্ড।
ব্যাপরটা যদি সত্যি হয় তাহলে সবচেয়ে বেশি সমস্যা পড়বে মুম্বঈই ইন্ডিয়ন্স। কারণ সচিন -পন্টিংদের দল এখন প্লে অফে ওঠার লড়াইয়ে দারুণভাবে আছে। মালিঙ্গা ছাড়া সচিনদের বোলিং বেশ দুর্বল।
First Published: Saturday, May 4, 2013, 19:18