একই মঞ্চে শাহরুখ-আ্যঞ্জেলিনা srk angelina together

একই মঞ্চে শাহরুখ-আ্যঞ্জেলিনা

একই মঞ্চে শাহরুখ-আ্যঞ্জেলিনাবার্লিন এখন অপেক্ষা করছে বলিউডের কিং ও হলিউডের ক্যুইনকে একসঙ্গে এক ঝলক দেখার জন্য। ৬২তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হলিউড ডিভা আ্যঞ্জেলিনা জোলির সাথে মঞ্চে থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান।

এই প্রথম কোনও ছবি পরিচালনা করলেন আ্যঞ্জেলিনা জোলি। ছবির নাম `ইন দ্যা ল্যান্ড অফ ব্লাড এন্ড হানি`, তাঁর এই ছবিরই প্রথম ঝলক দর্শকদের সামনে প্রথমবার আনবেন ৬২তম বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। শাহরুখ `ডন২` ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং করেছিলেন জার্মানীর বার্লিনে এবং `ডন২`-এর প্রিমিয়ার উপস্থাপণ করবেন এই একই মঞ্চে। গোটা বার্লিন বিশেষ করে বাদশা ভক্তরা এখন ৯ ফেব্রুয়ারির জন্য দিন গুনছেন কখন তাদের প্রিয় দুই তারকাকে মঞ্চে দেখবেন একসঙ্গে !

First Published: Wednesday, January 11, 2012, 14:12


comments powered by Disqus