সল্লুর জমিতে বিগ বস এবার শাহরুখ?

সল্লুর জমিতে বিগ বস এবার শাহরুখ?

সল্লুর জমিতে বিগ বস এবার শাহরুখ? বিগ বস মানেই রাজনীতি যেমন তেমনই বিগ বসের সঙ্গে জুরে গিয়েছে সলমন খানের নামও। আমিররে সত্যমেব জয়তের মতো বিগ বস টেলিভিশনে সলমনের এক্তিয়ার বিগ বস। তবে এবারে হয়তো সেই এক্তিয়ারে ভাগ বসাতে পারেন শাহরুখ। শোনা যাচ্ছে বিগ বসের আগামী সিজনে সলমনের জায়গায় বিগ বস হয়ে আসতে চলেছেন শাহরুখ।

গত সিজনে সমালোচনার মুখে পড়েছিলেন সলমন। তারপর থেকেই বিশেষ খুশি ছিলেন না তিনি। তানিশা মুখার্জির প্রতি তাঁর পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন অনেকেই। শো চলাকালীন অনেকবার মেজাজও হারিয়েছিলেন তিনি। পরের সিজনে তিনি থাকবেন না বলেও রাগের মাথায় জানিয়েছিলেন সলমন।

অন্যদিকে বিগ বস সম্প্রচারিত হওয়া চ্যানেলের পার্টিতে দেখা গিয়েছে শাহরুখকে। নিজের অনুপস্থতি নিয়ে যদিও মুখ খোলেননি সলমন।

First Published: Wednesday, March 5, 2014, 20:52


comments powered by Disqus