ssc

রাজ্যপালের লিখিত আশ্বাসে ২০দিন পর উঠল এসএসসি আন্দোলনকারীদের অনশন

রাজ্যপালের লিখিত আশ্বাসে ২০ দিন পর উঠল এসএসসি আন্দোলনকারীদের অনশন। আজ বিকেলে রাজ্যপাল এম কে নারায়ণনের তরফে একটি লিখিত বার্তা সল্টলেকে এসএসসি কার্যালয়ের সামনে অনশনমঞ্চে পাঠানো হয়। ওই লিখিত বার্তায় আন্দোলনকারীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন রাজ্যপাল। তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখবেন বলে লিখিত বার্তায় আশ্বাস দিয়েছেন এম কে নারায়ণন।

বিধাননগরের মহকুমাশাসক অনশনমঞ্চে গিয়ে রাজ্যপালের ওই বার্তা পড়ে শোনান । লিখিত আশ্বাস মিলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফেও। কমিশনের তরফে বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত শূন্যপদ পূরণ হবে, ততক্ষণ কাউন্সেলিং চলবে। সেক্ষেত্রে মেধাতালিকা ধরেই কাউন্সেলিং হবে। জোড়া আশ্বাস পাওয়ার পরই অনশন তুলে নেন আন্দোলনকারীরা।

First Published: Wednesday, February 26, 2014, 21:53


comments powered by Disqus