givernor - Latest News on givernor| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্যপালের লিখিত আশ্বাসে ২০দিন পর উঠল এসএসসি আন্দোলনকারীদের অনশন

রাজ্যপালের লিখিত আশ্বাসে ২০দিন পর উঠল এসএসসি আন্দোলনকারীদের অনশন

Last Updated: Wednesday, February 26, 2014, 21:53

রাজ্যপালের লিখিত আশ্বাসে ২০ দিন পর উঠল এসএসসি আন্দোলনকারীদের অনশন। আজ বিকেলে রাজ্যপাল এম কে নারায়ণনের তরফে একটি লিখিত বার্তা সল্টলেকে এসএসসি কার্যালয়ের সামনে অনশনমঞ্চে পাঠানো হয়। ওই লিখিত বার্তায় আন্দোলনকারীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন রাজ্যপাল। তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখবেন বলে লিখিত বার্তায় আশ্বাস দিয়েছেন এম কে নারায়ণন।