SSKM operation

৩ বছর ধরে পেটে বয়ে নিয়ে বেড়িয়েছেন ২ ফুট লম্বা রাইস টিউব, অবশেষে সফল অস্ত্রপচার এসএসকেএম-এ

Tag:   SSKM tube operation
৩ বছর ধরে পেটে বয়ে নিয়ে বেড়িয়েছেন ২ ফুট লম্বা রাইস টিউব, অবশেষে সফল অস্ত্রপচার এসএসকেএম-এ পেট থেকে বেরোল দুফুট ফুট লম্বা নল। ডাক্তারি পরিভাষায় যার নাম রাইলস টিউব। চিকিত্‍সকের ভুল অপারেশনের জেরে তিন বছর ধরে পেটে এই পাইপ বয়ে বেড়িয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা কালিপদ মুখার্জি। পেশায় নাইটগার্ড। ২০১০ সালে ট্রেকার দুর্ঘটনায় আহত হন।

ওই বছর জুন-জুলাই মাসে ভর্তি করা হয় কলকাতার এনআরএসে। সেখানেই তাঁর অপারেশন হয়। অপারেশনের সময় খাওয়ানোর জন্য পরানো হয়েছিল রাইলস টিউব। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। তবে মাঝেই মাঝেই পেটে অস্বস্তি বোধ করতেন।

এবছরের গোড়ার দিকে তাঁর পেটে অসহ্য যন্ত্রনা শুরু হয়। ভর্তি করা হয় এসএসএসকেএমে । অপারেশনের পর দেখা যায় তাঁর পাকস্থলীতে কুণ্ডলী পাকিয়ে রয়েছে প্রায় দুফুট লম্বা রাইলস টিউব। টিউবের মধ্যে ছিল খাবারের টুকরো। সফলভাবে অপারেশনের পর এখন সুস্থ কালীপদ বাবু। ভুল চিকিত্‍সায় বাবার এই হেনস্থার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন তার পরিবার।

First Published: Saturday, February 1, 2014, 18:07


comments powered by Disqus