Last Updated: Monday, September 9, 2013, 18:56
ইন্টারনেটে স্বীকারোক্তি এখন নয়া ট্রেন্ড। কিন্তু এই ওনলাইন কনফেশনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথু কর্ডেল। সপ্তাহ খানেক আগে একটি ভিডিওতে নিজের স্বীকারোক্তি বন্দী করে ইউ টিউবে ছেড়েছেন কর্ডেল। আর ছাড়ার সঙ্গে সঙ্গেই এই কয়েকদিনে কর্ডেলের স্বীকারোক্তি ইন্টারনেটের দুনিয়ায় ভাইরালের রূপ নিয়েছে। ভিডিও স্বীকারোক্তি নতুন কিছু নয়। কিন্তু কার্ডেলের স্বীকারোক্তি একটু অন্য ধরনের। কার্ডেল এই ভিডিওতে স্বীকার করেছেন তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে তিনি এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছেন।