Stampede ahead of funeral of Dawoodi Bohra community spiritual head, 18 dead

মুম্বইয়ে পদপিষ্ট হয়ে নিহত ১৮, জখম ৪০

মুম্বইয়ে পদপিষ্ট হয়ে নিহত ১৮, জখম ৪০ মুম্বইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। জখম হয়েছেন অন্তত ৪০ জন। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাবার হিল এলাকায়। গতকাল সকালে জীবনাবসান হয় দাউদি বোহরা গোষ্ঠীর ধর্মগুরু সইদনা মোহাম্মেদ বুরহানউদ্দিনের। আজ সকালে তাঁর বাড়ি সইফি মহলে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর অসংখ্য ভক্ত। তখনই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হেয়ছে। রাত ১.৩০। ভিড়ের চাপে দুর্ঘটনা ঘটে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে। তবে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হল, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি প্রশাসনিক আধিকারিকরা। মৃতদের মধ্যে ১৭ জনের দেহ পাঠানো হয়েছে সাইফি হাসপাতালে, অন্য ১ জনের দেহ রাখা হয়েছে কুম্বালা হিল হাসপাতালে।



First Published: Saturday, January 18, 2014, 10:27


comments powered by Disqus