Bohra Malabar Hill - Latest News on Bohra Malabar Hill| Breaking News in Bengali on 24ghanta.com
মুম্বইয়ে পদপিষ্ট হয়ে নিহত ১৮, জখম ৪০

মুম্বইয়ে পদপিষ্ট হয়ে নিহত ১৮, জখম ৪০

Last Updated: Saturday, January 18, 2014, 10:27

মুম্বইয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। জখম হয়েছেন অন্তত ৪০ জন। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাবার হিল এলাকায়। গতকাল সকালে জীবনাবসান হয় দাউদি বোহরা গোষ্ঠীর ধর্মগুরু সইদনা মোহাম্মেদ বুরহানউদ্দিনের। আজ সকালে তাঁর বাড়ি সইফি মহলে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর অসংখ্য ভক্ত। তখনই দুর্ঘটনাটি ঘটে।