Last Updated: November 12, 2013 20:39

কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী যাতে কিছুতেই যাতে জামিন না পেয়ে যান তা নিয়ে আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। অধীরের আগাম জামিনের আবেদন বাতিল করতে হাইকোর্টে আজ আবেদন জানাল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী বলেন, "শুধু কেন্দ্রীয় মন্ত্রী বলেই অধীর চৌধুরী জামিনের ব্যাপারে অগ্রাধিকার পেতে পারেন না।
আগামী ১৮ তারিখ তাঁর স্থায়ী আগাম জামিনের শুনানি৷ বহরমপুরে জেলাশাসকের বাংলোয় ভাঙচুর এবং রেজিনগরে নির্বাচনী বিধিভঙ্গের মামলায় রেল প্রতিমন্ত্রীর জামিন মঞ্জুর করেছিল বহরমপুর আদালত৷
গত ৭ ফেব্রুয়ারি৷ পুলিসি হেফাজতে এক কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগে মুর্শিদাবাদের জেলাশাসককে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বহরমপুর৷ স্মারকলিপি নিতে টালবাহানা করা হচ্ছে, এই অভিযোগে বহরমপুরে জেলাশাসকের বাংলোয় ভাঙচুর চালায় একদল কংগ্রেস কর্মী, সমর্থক৷ এই ঘটনায় অধীরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ৷
অধীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৮ নম্বর ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, ৩২৩ নম্বর ধারায় ইচ্ছাকৃত আঘাত, ৩২৪ নম্বর ধারায় অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত আঘাত, ৩২৫ নম্বর ধারায় ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, ৩৫৩ নম্বর ধারায় সরকারি কর্মীকে কাজে বাধাদান-সহ একাধিক মামলা রুজু করা হয়৷
গত ২৫ অক্টোবর এই মামলায় অধীরের অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বহরমপুর আদালতের অবকাশকালীন এজলাস৷ কিন্তু আদালত জানায় পুজোর ছুটির পর নিয়মিত বেঞ্চে গিয়ে তাতে সিলমোহর পেতে হবে৷ আদালতে আত্মসমর্পণেরও শর্ত আরোপ করা হয়৷ সেই অনুযায়ী, বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন রেল প্রতিমন্ত্রী৷ আদালত তাঁর জামিন মঞ্জুর করে৷
অন্যদিকে, পঞ্চায়েত ভোটের সময় রেজিনগরে অধীরের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর৷ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭১-এর এফ ধারায় মামলা রুজু করে৷ এদিন সেই মামলাতেও অধীরের জামিন মঞ্জুর করেছে বহমপুর আদালত৷
First Published: Tuesday, November 12, 2013, 20:39