পুর নির্বাচন ৭ সেপ্টেম্বর করতে চায় রাজ্য

পুর নির্বাচন ৭ সেপ্টেম্বর করতে চায় রাজ্য

পুর নির্বাচন ৭ সেপ্টেম্বর করতে চায় রাজ্যরাজ্যের ১৩টি পুরসভার নির্বাচন সাতই সেপ্টেম্বর করতে চায় রাজ্য সরকার। আজ হাইকোর্টে একথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জি। বিষয়টি নিয়ে রাজ্যকে আদালতে হলফনামা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

রাজ্যের তরফে কমিশনকে জানানো হয়েছে কি না তাও নির্বাচন কমিশনকে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে তেরোটি পুরসভার নির্বাচন হবে সেগুলি হল- মেদিনীপুর, গুসকরা, বালুরঘাট, ডালখোলা, হাবড়া , দুবরাজপুর, বর্ধমান, ডায়মণ্ডহারবার, পানিহাটি, চাকদা, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি৷

রাজ্যের ১৩টি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে এই মর্মে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বাসবী রায় চৌধুরী। আজ শুনানিতে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুর আইন ১৯৯৪ সালে ১৪ ধারার ৪ উপধারাকে সংবিধান বিরোধী বলে দাবি করেন। এই উপ ধারায় বলা হয়েছে পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আরও ছ মাস কোন পুরবোর্ড কাজ চালাতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।

First Published: Wednesday, July 10, 2013, 12:37


comments powered by Disqus