Last Updated: Monday, April 29, 2013, 23:22
অবশেষে ১৩টি পুরসভার নির্বাচন নিয়ে বৈঠকে বসল রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। এই বৈঠক নিয়ে রাজ্য নির্বাচন কমিশন তিনবার চিঠি দেওয়ার পরও সরকারের তরফে জবাব মেলেনি। একবার বৈঠক বাতিলও হয়ে যায়। ফের গতসপ্তাহে মুখ্যসচিবকে চিঠি পাঠায় কমিশন। এই চিঠির পরই পুরসচিব আজ নির্বাচন কমিশনের দফতরে যান। ১৩টি পুরসভার নির্বাচন এবং বেশ কয়েকটি পুরসভার উপনির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে তাঁর বৈঠক হয় ।