Last Updated: October 15, 2011 11:20

পদত্যাগ করলেন মোহন বাগানের কোচ স্টিভ ডার্বি। দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় শনিবার পদত্যাগ করেন তিনি। ফেড কাপে মোহন বাগানের ব্যর্থতার পরেই তাঁর অপসারণের দাবি তুলেছিলেন ক্লাব কর্তাদের একাংশ।এরপর আজ পদত্যাগ করেন স্টিভ ডার্বি। ইতিমধ্যেই নতুন কোচের সন্ধান শুরু করেছে মোহনবাগান।
First Published: Sunday, October 16, 2011, 00:01