Last Updated: Thursday, September 29, 2011, 14:04
আই লিগে আপাতত স্টিভ ডার্বিই মোহনবাগানের কোচ থাকছেন।
ফেডকাপের ব্যর্থতার পর ডার্বিতে মোহভঙ্গ হয়েছিল মোহনবাগান কর্তাদের।
তাঁরা মনে করেছিলেন কোচের হোমওয়ার্কের অভাবেই দল ব্যর্থ হয়েছে ফেড কাপে।
কিন্তু ডার্বিকে সরানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল ইউ বি গ্রুপ।