প্রিন্সিপালের হাতে নিগৃহীত ছাত্রী

নারী সুরক্ষা প্রশ্নের মুখে, পুলিশের ভূমিকা আরও হতাশার

নারী সুরক্ষা প্রশ্নের মুখে, পুলিশের ভূমিকা আরও হতাশারএফআইআর দায়েরের পর কেটে গিয়েছে তিনদিন। শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বেহালার স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। শনিবার বেহালার ওরিয়েন্ট ডে স্কুলে, সাইকোলজির প্রজেক্ট দেখাতে প্রিন্সিপাল জয়ন্ত ব্যানার্জির কাছে যায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, সেই সময় নিজের ঘরে দরজা বন্ধ করে প্রিন্সিপাল তার শ্লীলতাহানি করে। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে প্রিন্সিপাল দরজা পাহারার দায়িত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ। রবিবার ছাত্রীর পরিবারের তরফে প্রিন্সিপালের বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রিন্সিপাল।

কবিগুরুর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে এবার শ্লীলতাহনির অভিযোগ। তাও আবার এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করলেন অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত অধ্যাপক কৃষি বিভাগের ডিন। অভিযুক্ত ডিনকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।







First Published: Wednesday, October 10, 2012, 11:41


comments powered by Disqus