Last Updated: November 22, 2013 19:49

স্টিং অপারেশনের হুলে জেরবার আম আদমি পার্টি। অনৈতিকভাবে টাকা তুলছেন দলের নেতারা এমনটাই দাবি করেছে মিডিয়া সরকার নামে একটি সংস্থা। ওই ভিডিয়োকে সাজানো বলে মানহানির হুমকি দিয়েছে আম আদমি পার্টি। অসম্পাদিত ভিডিয়োটি তাদের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছিলেন যোগেন্দ্র যাদবরা। কিন্তু মিডিয়া সরকার তা নির্বাচন কমিশনে জমা দিয়েছে ।
বকেয়া টাকা উদ্ধার থেকে জমির দালালি--বিভিন্ন কাজ করে দেওয়ার বিনিময়ে অর্থ সংগ্রহ করছেন আম আদমি পার্টির নেতারা। দলের তহবিলে নগদ টাকা দিলে,বৈধ তথ্যপ্রমাণও লাগছে না। এমনই একটি স্টিং অপারেশন চরম অস্বস্তিতে ফেলেছে অরবিন্দ কেজরিওয়াল, যোগেন্দ্র যাদবদের। কারণ ওই ভিডিয়োয় রয়েছেন শাজিয়া ইলমি,কুমার ভিসোয়াসের মতো শীর্ষস্তরের নেতারা। শাজিয়া আবার দিল্লির বিধানসভা নির্বাটনে আর কে পূরম থেকে আম আদমি পার্টির প্রার্থী ।
মিডিয়া সরকার নামে একটি সংস্থা স্টিং অপারেশনটি করেছে। পাল্টা চাল হিসেবে তাদের কাছে অসম্পাদিত ভিডিয়োটি চেয়েছে আম আদমি পার্টি।
আম আদমি পার্টির এই দাবিকেই কার্যত হাস্যকর বলেছেন মিডিয়া সরকার ডট কমের সিইও অনুরঞ্জন ঝাঁ।
আম আদমি পার্টির দাবি,ওই স্টিং অপারেশনের ভিডিয়োটি সাজানো ।
স্টিং অপারেশন সামনে আসার পরেই দিল্লির লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন শাজিয়া ইলমি। যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। শাজিয়া ইলমি যদি নির্দোষই হন, তাহলে কেন সরে দাঁড়াতে চাইলেন? এর ব্যাখাও দিয়েছেন আম আদমি পার্টি নেতা যোগেন্দ্র যাদব।
বিতর্ক চাপা দিতে তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করেছে আম আদমি পার্টি।
First Published: Friday, November 22, 2013, 19:50