Last Updated: Monday, November 25, 2013, 23:51
গতকালই অভিযুক্তের পাশে দাঁড়িয়েছিল আম আদমি পার্টি। আর তার জেরেই এবার প্রকাশ্যে চলে এল কেজরিওয়ালের দলের কোন্দল। আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন নূতন ঠাকুর। দিল্লি ভোটের মুখে দলের ফাটল সামনে চলে আসায় স্বভাবতই অস্বস্তি বেড়েছে কেজরিওয়ালদের। কাজ করে দেওয়া বিনিময়ে টাকা তোলা। স্টিং অপারেশনে উঠে এসেছিল এমনই ভয়ঙ্কর ছবি। কাঠগড়ায় আম আদমি পার্টির নেতানেত্রীরা। সামনে ভোট। তাই এই ফুটেজ সামনে আসায় চরম অস্বস্তিতে পড়ে অরবিন্দ কেজরিওয়ালের দল।