বিগ বি`র অস্ত্রপচার ১১ ফেব্রুয়ারি, জানালেন তাঁর ব্লগে

বিগ বি`র অস্ত্রপচার ১১ ফেব্রুয়ারি, জানালেন তাঁর ব্লগে

বিগ বি`র অস্ত্রপচার ১১ ফেব্রুয়ারি, জানালেন তাঁর ব্লগেদীর্ঘদিন ধরেই পাকস্থলীর সমস্যায় ভুগছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। সম্প্রতি তাঁর সমস্যা আরও বেড়েছে। সেই কারণে ১১ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হতে চলেছে ৬৯ বছর বয়সী এই তারকার। অমিতাভ তাঁর ব্লগে জানিয়েছেন বিষয়টি।

১০ ফেব্রুয়ারি সিটি স্ক্যান করানোর পরদিন সকালেই ডাক্তারের ছুরি-কাঁচির দ্বারস্থ হবেন তিনি। চিকিত্সকরা জানিয়েছেন এটা কোনও জটিল অস্ত্রোপচার নয়। সম্প্রতি ভোজপুরী ছবি ‘গঙ্গাদেবী’তে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন বিগ বি। ছবিটির শুটিং নিয়ে রাতভর ব্যস্ত থাকতে হচ্ছিল তাঁকে। সেই কারণেই সম্ভবত তাঁর পাকস্থলীর সমস্যা আরও তীব্র হয়েছে। তিনি ব্লগে জানিয়েছেন "এই অবস্থায় রাতভর শুটিং-এ ব্যস্ত থাকার জন্য ডাক্তার রেগে গিয়েছিলেন, কিন্তু এই সময়ই আমি সাবলীলভাবে নিজেকে প্রকাশ করতে পারি কাজে, কিন্তু শরীরের কথা ভেবে এবার তাঁর কথা অনুযায়ী কাজ করব"। বিগ বি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাই করছি আমরা সবাই।

First Published: Friday, February 10, 2012, 16:40


comments powered by Disqus